UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় যুব মহিলা পার্টির কর্মী সভা

koushikkln
জুন ৩, ২০২২ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জাতীয় যুব মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক লিমন তাসলিমা গিয়াস-এর খুলনায় শুভাগমন উপলক্ষে ৩ জুন শুক্রবার বেলা ১১টায় ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় যুব মহিলা পার্টির কেন্দ্রীয় সদস্য আফরোজা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক এম হাদীউজ্জামান, কেন্দ্রীয় সদস্য ইসমাইল খান টিপু, খুলনা মহানগর সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন ও যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম সেলিম। কর্মী সভায় উপস্থিত ছিলেন প্রিন্স হোসেন কালু, সুলতান মাহমুদ, এজাজ আহম্মেদ, মাজাহার জোয়ার্দ্দার পান, গাজী খোকন, ফরিদা ইয়াসমিন, দিলরুবা খানম, এম এ রব, গাজী মোশারফ হোসেন, মোঃ জাহিদ, জাকির, শাহনাজ পারভীন, মোসাম্মাৎ সাকিরুন, পারুল বেগম, ফাতেমা আক্তার শান্তা, সুমী, হোসনেয়ারা, সুলতানা, রাবেয়া, ইশা মনি, ইয়াসমিন, আসমা, তানিয়া, ফাহিমা, মাকসুদা, শাহিনারা প্রমুখ।