UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে : এমপি বাবু

koushikkln
জুন ৩, ২০২২ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য¡ মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, শিক্ষার মানের উন্নয়ন না হলে কোনও উন্নয়নই টেকসই হয় না।

শুক্রবার (৩ জুন) বিকালে পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের ইউ.আর.এস.এইচ হাইস্কুলের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, ‘বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কাজ করছে এবংকারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সর্বাধিক গুরুত্বারোপ করছে।

ইউ.আর.এস.এইচ হাইস্কুলের সভাপতি মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে অন্ষ্ঠুানে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, উপজেলা ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মোঃ জাফর সিদ্দিকী, কাজল কান্তি বিশ^াস, আ’লীগ নেতা ইকবাল হোসেন খোকন, মুন্সি মিজানুর রহমান মুন্না, বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাইনুল ইসলাম, আঃ সাত্তার, হাবিবুল্লাহ বাহার, মিজানুর রহমান, শামীম সরকার, আব্দুর রাজ্জাক রাজু, আকরামুল ইসলাম, মৃগাঙ্ক মন্ডল, মীর সদরুল আমিন, রায়হান পারভেজ রনিসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ। সার্বিক পরিচালনায় ছিলেন ইউ.আর.এস.এইচ হাইস্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার দাশ, সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানজীম মুস্তাফিজ বাচ্চু ও স্কুলের বিদ্যোৎসাহী সদস্য সজল মজুমদার, অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।