UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেসরকারি পাটকল শ্রমিকদের পদযাত্রাসহ ৫ দিনের কর্মসূচি ঘোষণা

koushikkln
জুন ৩, ২০২২ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা : বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে এক শ্রমিক জনসভা সভা শুক্রবার (০৩ জুন) বিকাল ৪ টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয়।

ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সোনালী জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল হোসেন এর পরিচালনায় জনসসভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান। মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, আমির মুন্সি, সাংবাদিক মিহির রজ্ঞন বিশ^াস, এ্যাজাক্স জুট মিলের শ্রমিক নেতা মোঃ সাইফুল ইসলাম, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা শহিদুল ইসলাম, আবুল কালাম, আলাউদ্দিন, মোঃ জাহাঙ্গির হোসেন সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, সোনালী জুট মিলের শ্রমিক নেতা সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, ফারুক হোসেন, মোঃ বাবুল খান, লুৎফর রহমান, মোকছেদ শেখ, চান মিয়া, আফিল জুট মিলের শ্রমিক নেতা নিজামউদ্দিন, শিরোমনি হুগলী বিস্কুট কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন, কাজল, প্রিয়া , মিঠু, আক্তার , গোবিন্দ প্রমুখ।

সভা থেকে শ্রমিকদের বকেয়া মুজুরী পরিশোধসহ ন্যায় সঙ্গত ৬ দফা দাবি আদায়ের লক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ৬ জুন সোমবার সকাল ১০টায় শিরোমনি হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারী ইউনিয়নে শ্রমিক সভা , ৭ জুন মঙ্গলবার সকাল ১০টায় আটরা শিল্প এলাকার আফিল জুট মিল মজদুর ইউনিয়নে শ্রমিক সভা, ৮ জুন সকাল ১০টায় মিরেরডাঙ্গা শিল্প এলাকার সোনালী জুট মিল প্রধান ফটকের সামনে শ্রমিক সভা, ৯ জুন এ্যাজাক্স জুট মিল প্রধান ফটকের সামনে শ্রমিক সভা, ১০ জুন শুক্রবার বিকাল ৪ টায় মহসেন জুট মিল সংলগ্ন গাফফার ফুড মোড়ে শ্রমিক জনসভা এবং আগামি ১৪ জুন মঙ্গলবার সকাল ১০ টায় সোনালী জুট মিল গেট থেকে শ্রমিক পরিবার ও তাদের সন্তান সন্তানদি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা। এর মধ্যে যদি শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি দাওয়া মেনে নেওয়া না হয় তাহলে পরবর্তীতে রাজপথ, রেলপথ অবরোধসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।