UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

উন্নত চিকিৎসার জন্য ফজলে হোসেন বাদশা’কে পিজিতে স্থানান্তর

usharalodesk
এপ্রিল ১৫, ২০২১ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি’র সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা, এমপি করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকদের পরামর্শে তাঁর চিকিৎসার জন্য বিভিন্ন পর্যায়ের ‘ক্লিনিক্যাল টেস্ট’ চলছিল। রাজশাহীতে গঠিত মেডিকেল বোর্ড কমরেড বাদশার আরও ভালো চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দিলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে কমরেড বাদশাকে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ‘কোভিড বিভাগে’ আনা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তাঁর অক্সিজেন সেচুরেশন মাত্রা এখনও স্বাভাবিক আছে। পার্টির পলিটব্যুরোর এক বিবৃতিতে সংবাদটি নিশ্চিত করেছে। এদিকে কমরেড ফজলে হোসেন বাদশার চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ ও চিকিৎসার জন্য পার্টি সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি’কে প্রধান করে ও পলিটব্যুরোর সদস্যদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। পলিটব্যুরোর সমন্বিত কমিটি সার্বক্ষণিক কমরেড বাদশার স্বাস্থ্যগত অবস্থার খোঁজ রাখছে। উল্লেখ্য যে, গত ৮ এপ্রিল সকালে কমরেড বাদশা তাঁর দ্বিতীয় ডোজ করোনা ভ্যাকসিন গ্রহণ করেছিলেন। গতকাল ১৪ এপ্রিল করোনা পরীক্ষায় নিশ্চিত হয় যে, তিনি করোনা আক্রান্ত।
অপরদিকে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি’র দ্রুত আরোগ্য কামনা করে বিবৃতি প্রদান করেছেনÑওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ সাহিদুর রহমান, কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী মণ্ডল প্রমুখ নেতৃবৃন্দ।

(ঊষার আলো-এমএনএস)