UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা শ্রীশ্রী কালীবাড়ী কয়লাঘাট মন্দিরের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

koushikkln
জুন ৬, ২০২২ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শ্রীশ্রী কালীবাড়ী কয়লাঘাট মন্দির সাউথ সেন্ট্রাল রোড, খুলনা’র পুনঃ নির্মাণ কাজের ৬ জুন সোমবার সকাল ১০টায় উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য ও খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু।

উদ্বোধন অনুষ্ঠানের পূর্বে মাঙ্গলিক অনুষ্ঠানে বৈদিক মন্ত্র পাঠ করেন খুলনা রামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী ধর্মানন্দজী মহারাজ ও মন্দিরের পুরোহিত সীমান্ত চক্রবর্ত্তী।

এ সময়ে উপস্থিত ছিলেন মহানগর পূজা পরিষদের সম্মানিত সদস্য ও মন্দির কমিটির সভাপতি অভিজিৎ দাস লবি, সাধারণ সম্পাদক দীপক কুমার দত্ত, কোষাধ্যক্ষ কমল কান্তি অধিকারী পিণ্টু, মহানগর পূজা পরিষদের যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ব্যানার্জী, সোনাডাঙ্গা থানা পূজা পরিষদের সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, মন্দির কমিটির সম্পাদকম-লীর সদস্য সুনীল কুমার ম-ল, মনোজ দাস পল্টু, পরিতোষ কুমার সরকার, শুভাগত দত্ত শুভ, অসীম অধিকারী লাবু, শঙ্কর সরকার, দিলীপ মালাকর, কৃষ্ণ হোড়, কৃষ্ণ বণিক, মিঠু দেবনাথ, সজল দত্ত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অসীম দাস, সুমন বিশ্বাস, অমিত দাস, গোবিন্দ সরকার, গোবিন্দ দাস, শিশির দে, রিপন রায়, সৌরভ ঘোষ, অনি রায়, সঞ্জয় রায়, মিলন দাস প্রমুখ। অনুষ্ঠানান্তে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।