UsharAlo logo
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঐতিহাসিক ছয় দফা দিবসে জেলা আ.লীগের আলোচনা সভা

koushikkln
জুন ৭, ২০২২ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ছয়-দফা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের ঊদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার ৭ জুন ঐতিহাসিক ছয়-দফা দিবস উপলক্ষে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্য ছিল সূর্য উদয় ক্ষণে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা প্রভৃতি। সকাল ১০টায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারি, বি এম এ ছালাম, কামরুজ্জামান জামাল, মোজাফফর মোল্লা, মোঃ খায়রুল আলম, অসিত বরন বিশ্বাস, মোঃ পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন, আব্দুল খালেক স্বাধীন, জিহাদ হোসেন প্রমুখ।

সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. কাজি বাদশা মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু।

বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড সুজিত অধিকারি বলেন, দুঃশাসন থেকে মুক্তির দিশারী হিসাবে ছয় দফা দাবি প্রণয়ন করে জনগণের সামনে বাংলার মানুষের মুক্তির সনদ হিসাবে উপস্থাপন করেছিলেন বঙ্গবন্ধু। এর মধ্য দিয়েই বাঙালির স্বাধিকার আন্দোলন স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়। ছয় দফা আন্দোলনের ধারাবাহিকতায় আসে আগরতলা ষড়যন্ত্র মামলা, ১১ দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ বিশ্ব মানচিত্রে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বৃন্দ যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম এম মুজিবর রহমান, এএফএম মাকসুদুর রহমান, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, বিএমএ ছালাম, এ্যাড. অধ্যাঃ নিমাই চন্দ্র রায়, রফিকুর রহমান রিপন, কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, দপ্তর সম্পাদক এমএ রিয়াজ কচি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ রাশেদুল ইসলাম রাসেল, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম, উপ দপ্তর সম্পাদক সায়েদুজ্জামান সম্রাট, নির্বাহী কমিটির সদস্য অসিত বরণ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন মুকুল, শিউলি সরোয়ার, শাহিনা আক্তার লিপি, অমিয় অধিকারি, মোঃ আজগর বিশ্বাস তারা, মোঃ জামিল খান, অধ্যাঃ আশরাফুজ্জামান বাবুল, সরদার আবুল কাশেম ডাবলু, মানিকুজ্জামান অশোক, শেখ মোঃ আবু হানিফ, আজিজুর রহমান রাসেল, মোঃ ইমদাদুল ইসলাম, সরদার মিজানুর রহমান, মোঃ মোতালেব হোসেন, অজিত বিশ্বাস, এ বি এম কামরুল ইসলাম, দেব দুলাল বাড়ই বাপ্পি, মোঃ পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন, মোঃ আলমগীর মল্লিক, কাজি আলমগীর হোসেন, প্রতাপ কুমার, মোল্লা শহিদুল ইসলাম, সোলায়মান হোসেন দুলাল, কামরুল গাজী, মোঃ হারুনুর রশিদ, শিউলী বিশ্বাস, মনোয়ারা খাতুন শিউলি, তানভীর রহমান আকাশ, মৃনাল কান্তি বাছাড়, আরাফাত খান, নাজমুল বাশার সম্রাট, বাধন হালদার, শেখ মো রাসেল, খায়রুল বাশার, পলাশ রায়, সাইফুল ইসলাম, মইনুল হাসান, হিরণ শিকদার প্রমুখ।