UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিপিবি খালিশপুর থানা কমিটির সভা

koushikkln
জুন ১২, ২০২২ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরীর খালিশপুর থানা কমিটির এক সভা ১২ জুন ২০২২, রবিবার বিকেল ৫টায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

খালিশপুর থানা সভাপতি কমরেড মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি নেতা কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, কমরেড এস এম চন্দন, কমরেড অশোক মন্ডল, কমরেড দিপু গাইন প্রমুখ। সভায় বক্তারা বলেন, ২০২২-২৩ সালের পেশকৃত বাজেটে চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও শিক্ষা খাতে বিশেষ ভর্তুকীর কোনো ব্যবস্থা রাখা হয়নি। যা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্থিতিশীলতা আরো বৃদ্ধি পাবে। ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে। বক্তারা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উপর ভতুর্কী প্রদান করার আহ্বান জানান।

অপরদিকে মহনগরীর ৩১নং ওয়ার্ড শাখার এক সভা অস্থায়ী কার্যালয়ে শাখা সম্পাদক কমরেড ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর শাখা নেতা কমরেড কিংশুক রায়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি নেতা কমরেড তোফাজ্জেল হোসেন, কমরেড জাকির হোসেন, কমরেড মোঃ বাবুল, কমরেড নজরুল ইসলাম খোকন, কমরেড মোঃ বারেক প্রমুখ।