UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলার প্রস্তুতি সভা 

koushikkln
জুন ১২, ২০২২ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রবিবার (১২ জুন) বিকাল ৩ টায় জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা শেখ আব্দুল্লাহ এর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান এর পরিচালনায় জেলা কার্যালয় খাদেমুল ইসলাম মাদরাসায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ১৮ জুন শনিবার বর্তমান পরিস্থিতিতে ওলামায়ে কেরাম এর করনীয় শীর্ষক আলোচনা সভা বাস্তবায়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সাথে ভারতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন মুফতী ছরোয়ার হুসাইন, মাওলানা সিদ্দিকুর রহমান, মুফতী শেখ আমীরুল ইসলাম, মাওলানা আবুল হোসাইন, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা আবুল ফজল, মুফতী জাহাঙ্গীর হুসাইন, আলহাজ্ব মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মারুফ বিল্লাহ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আহসান হাবীব, মাওলানা আল আমীন, মাওলানা আবু তাহের সহ প্রমূখ নেতৃবৃন্দ।
সভায় আগামী ১৮ জুন শনিবার বিকাল চারটায় গোয়ালখালী সৈয়দ ফজলুল করিম ফাউন্ডেশন মিলনায়তনে নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই’র উপস্থিতিতে ওলামা মাশায়েখ সম্মেলন সফলের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।