UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পাইকগাছার লোনাপানি কেন্দ্রে কৃষি বিশ^বিদ্যালয়ের মৎস্য বিভাগের শিক্ষার্থীরা

koushikkln
জুন ১৩, ২০২২ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্রে শিক্ষা সফর করেছেন বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় ময়মনসিংহ এর মৎস্য অনুষদ বিভাগের শিক্ষার্থীরা।

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ১৮ থেকে ১৫ জুন শিক্ষা সফরের অংশ হিসেবে শিক্ষার্থীরা শনিবার অত্র গবেষণা কেন্দ্রে আসেন। টানা ২ দিন কেন্দ্রের বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন শিক্ষার্থীরা। এ সময় কেন্দ্রের কর্মকর্তারা গবেষণা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে শিক্ষার্থীদের ধারণা ও পরামর্শ দেন। এক নজরে লোনাপানি কেন্দ্র পাইকগাছার উপর প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শাওন আহম্মেদ ও আধানিবিড় পদ্ধতির চিংড়ি চাষের উপর প্রবন্ধ উপস্থাপন করেন সিপি ফুড কোম্পানির আহসান হাবিব রিপন।

রোববার রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সোমবার সকালে শিক্ষক ও শিক্ষার্থীরা বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়। সফরকালে উপস্থিত ছিলেন, কৃষি বিশ^বিদ্যালয়ের মৎস্য অনুষদ বিভাগের প্রফেসর ড. আলী রেজা ফারুক, প্রফেসর ড. মোঃ আব্দুস সালাম, প্রফেসর ড. তানভীর রহমান, সহকারী অধ্যাপক আলিফ লায়লা বাবলী, লোনাপানি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. মোঃ লতিফুল ইসলাম, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা শরিফুল ইসলাম রুবেল, হাশমি সাকিব, দেবাশীষ মন্ডল, মতিউর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা শাওন আহম্মেদ, মোঃ মাসুদুর রহমান, রাফিয়া আফরিন, শাহনাজ পারভীন, রিয়াজ মোর্শেদ রঞ্জু ও মোঃ আবু নাসের।