UsharAlo logo
শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আদমশুমারি ও গৃহগণনা প্রচারণায় মোংলা উপজেলা পরিসংখ্যান

pial
জুন ১৪, ২০২২ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃএরশাদ হোসেন রনি (মোংলা) : দেশে আগামী ১৫ জুন থেকে শুরু হচ্ছে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা-২০২২। সপ্তাহব্যাপী এ কার্যক্রম শেষ হবে ২১ জুন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যূরো (বিবিএস) জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম বাস্তবায়ন করবে।
তারই ধারাবাহিকতায় প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ উপলক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেয় মোংলা উপজেলা পরিসংখ্যান অফিস।
আজ (১৪ জুন) বেলা ১১ টায়  “জনশুমারি ও গৃহগণনায় তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন” প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার’র উপস্থিতিতে এ উপলক্ষে মোংলা উপজেলা পরিষদ থেকে প্রচার প্রচারণা হিসেবে শুরু হয় র‍্যালী।
এই প্রচারণার অংশ হিসেবে ছিলো মাইকিং, লিফলেট বিতরণ, এবং গুরুত্বপূর্ণ সকল জায়গায় স্টিকার লাগানো। যাতে করে সর্বস্তরের মানুষ আসন্ন জনশুমারি ও গৃহগণনা (১৫থেকে ২২জুন ২০২২) সম্পর্কে জানতে পারে।
(ঊষার আলো-এফএসপি)