UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশকে এগিয়ে নিতে ছিন্নমূলদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে

pial
জুন ১৪, ২০২২ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

খবর বিজ্ঞপ্তি : দেশকে এগিয়ে নিতে ছিন্নমূলদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। সুবিধা বঞ্চিত মানুষদেও নিরাপদ স্বাস্থ্যেও কোন বিকল্প নেই। মঙ্গলবার (১৪ জুন) সকাল দশটায় নগরীর রেলওয়ে এলাকার গ্রীনল্যান্ড বস্তিতে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পে এ কথা বলেন বক্তারা।

এ সময় বক্তারা আরও বলেন, মানুষের অসংক্রামক রোগ, যেমন উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ওজন, ডায়াবেটিস ইত্যাদি পরবর্তী সময়ে নানা জটিল রোগের প্রধান কারণ হয়ে দাঁড়ায়, এবং আমাদের জীবনকে শঙ্কায় ফেলে দেয়। এসব রোগ থেকে সতর্ক হওয়ার কথা বিবেচনায় রেখে সামাজিক সংগঠন স্বপ্নপূরী ও অগ্রগামী এগিয়ে আসায় তাদেরকে সাধুবাদ জানানো উচিত।
নগরীতে সুবিধাবি ত শিশুদের সংগঠন স্বপ্নপূরীর আয়োজনে ও ‘অগ্রগামী কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্প উদ্বোধন করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ও চিকিৎসক নেতা ডা নিয়াজ মুস্তাফি।

অগ্রগামী কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সদস্য রকিবুল ইসলাম মতির সভাপতিত্বে ও স্বপ্নপূরীর সভাপতি এম সাইফুল ইসলামের পরিচালনা করেন। স্বপ্নপূরীর সাধারণ সম্পাদক মুন্নি আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রুনু ইকবাল বিথার। বিশেষ অতিথি ছিলেন, জেলা ত্রান ও দূর্যোগ বিষয়ক কর্মকর্তা রনজিৎ কুমার সরকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনার অর্থনিতীর সম্পাদক মো: সেলিম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, খুলনা হামদর্দ মেডিকেল কলেজের প্রভাষক হাকিম মতিয়ারা বেগম, রেলওয়ে থানার ওসি খবির আহমেদ, সোনালি দিন প্রতিবন্ধি সংস্থার সভাপতি ইশরাত আরা হীরা, নারী উদ্যোক্তা চিশতি মুস্তারি বানু।

এ সময় আরও উপস্থিত ছিলেন মফিজুল ইসলাম, ইমরান হোসাইন, জহিরুল ইসলাম রাতুল, মো: সাগর, এশা আক্তার প্রমূখ।

(ঊষার আলো-এফএসপি)