UsharAlo logo
মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতপুরে কথা কাটাকাটি জেরে বেলচার আঘাতে কিশোরের মৃত্যু

pial
জুন ২০, ২০২২ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনার দৌলতপুরে কথা কাটাকাটি জের ধরে বেলচার আঘাতে সায়েদ খান নিরব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কিশোর নিরব দৌলতপুর মহেশ্বরপাশা পুলিশ ফাড়ি এলাকার মো. নিরু খানের ছেলে।

পুলিশ জানায়, ঘটনাস্থলের পাশে একটি ভবনের নির্মাণ কাজ চলছিল। সেখানে নিরবসহ কয়েকজন খেলাধুলা করছিল। হঠাৎ আরেক কিশোর সাদিদ তালুকদার (১৪) এর সাথে তার কথা কাটাকাটি হয়। প্রথমে দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে সেখানে পড়ে থাকা নির্মাণ শ্রমিকদের বেলচা দিয়ে নিরবের মাথায় ও বুকে আঘাত করা হয়। এতে সে গুরুতর জখম হয়।

খবর পেয়ে নিরবের বাবা নিরু খান আহত অবস্থায় ছেলেকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত নিরব নবম শ্রেণির ছাত্র ছিল।

দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ছেলেটি মারা যাওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

(ঊষার আলো-এফএসপি)