ঊষার আলো প্রতিবেদক: গত চব্বিশ ঘন্টায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ছয় বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় চারটি মাদক মামলা দায়ের হয়েছে।
শনিবার (৬ মার্চ) কেএমপি সুত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ছয় জনকে গ্রেফতার করা হয়। এসময় এদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বটিয়াঘাটা রাঙ্গেমারী এলাকার হামিদ শিকদারের পুত্র মোঃ কালু শিকদার(৪১), সোনাডাঙ্গা আদর্শপল্লী এলাকার ইউনুস সরদারের পুত্র মোঃ রুবেল সরদার(২৭), দৌলতপুর হেমায়েতের পুত্র মোঃ ফয়সাল কাজী(২২), দৌলতপুর ডিসি রোড এলাকার মৃত আমিন খার পুত্র মোঃ রনি খা(২৩), রূপসা জাবুসা ব্রিজ এলাকার শেখ মোখলেছুর রহমানের পুত্র শেখ সুলতানুর রহমান ওরফে মুলতানুর রহমান(৪৫) এবং রূপসা রাজাপুর গ্রামের মৃত. ইয়ার আলীর পুত্র মোঃ সাদ্দাম আলী(২৮)।
(ঊষার আলো-আরএম)