UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মহানগর পূজা পরিষদের আনন্দ শোভাযাত্রা

koushikkln
জুন ২১, ২০২২ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষারআলো রিপোর্ট: আমাদের অহংকার, আমাদের গর্ব স্বপ্নের পদ্মাসেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নির্মাণ ও আগামী ২৫ জুন শুভ উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার উদ্যোগে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা বের হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) বিকেল সাড়ে ৪টায় স্যার ইকবাল রোডস্থ (ধর্মসভা) গোলকমণি শিশু পার্ক খুলনা হতে ব্যানার-ফেস্টুন ও ঢাক-ঢোল বাদ্যযন্ত্র সহকারে এবং সমবেত কণ্ঠে সঙ্গীতের মাধ্যমে এই শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর সভাপতি শ্যামল হালদার। শোভাযাত্রাটি পরিচালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন খুলনা মহানগর পূজা পরিষদের ঊর্ধ্বতন সহ-সভাপতি অরবিন্দ সাহা, সহ-সভাপতি এ্যাড. অলোকা নন্দা দাস, সমরেশ সাহা, অধ্যাপক তারকচাঁদ ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক তিলক কুমার গোস্বামী, বিশ্বজিৎ দে মিঠু, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবার্ট নিক্সন ঘোষ, মহানগর পূজা পরিষদ কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ব্যানার্জী, সম্পাদক মন্ডলি সদস্য বাবলু বিশ্বাস, সাংবাদিক বিমল সাহা, প্রবীর বিশ্বাস, সুব্রত হালদার তপা, তাপস সাহা, তরুণ রায় শিবু, অলোক দে, প্রদীপ সাহা মদন, মহাদেব সাহা, গৌতম কুন্ডু, ভবেশ সাহা, দীপক দত্ত, সুশান্ত ব্যানার্জী, উপাধ্যক্ষ দেবদাস মন্ডল, বাসুদেব কর্মকার, শঙ্কর পোদ্দার, প্রসিত সাহা, রূপন দে, নিতাই সরদার, অলোকা রানী দাস, রবীন দাস, মহানগর আওতাধীন ৮টি থানার সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে বিকাশ কুমার সাহা, বিপ্লব সাহা লব, বিপ্লব মিত্র, রামচন্দ্র পোদ্দার, রজত কান্তি দাস, দীপক দত্ত, প্রকাশ অধিকারী, সুভাষ দত্ত, ডাঃ শেখর চন্দ্র পাল, রঞ্জন রায়, দুলাল সরকার, নিকুঞ্জ বিহারী হালদার, অমর কৃষ্ণ কুন্ডু, অজয় দে, অশোক ঘোষ, মিঠু দে, পরিতোষ হালদার, সুনীল কুন্ডু, অভিজিৎ কর, গৌরাঙ্গ দে, রথীন্দ্রনাথ সরকার, দেবীপ্রসাদ ঘোষ, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ খুলনা মহানগর সাধারণ সম্পাদক সুরেশ চক্রবর্ত্তী, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সভাপতি সুজিত কুমার মজুমদার, তীর্থালোক সংঘ সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্ত্তী, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ খুলনা মহানগর সাধারণ সম্পাদক সুশীল দাস, খুলনা শ্রীগুরুসংঘের সভাপতি সত্যপ্রিয় সোম বলাই, জগন্নাথ সেবা সংঘের পঙ্কজ দত্ত, পাপ্পু সরকার, প্রণব চক্রবর্ত্তী, শুভাগত দত্ত, শশাঙ্ক রায়, রাজ কুমার শীল, বিদ্যুৎ নন্দী, সজল দাস, নারায়ণ দাস, জয় মÐল, নূপুর দাস, কবিতা বৈরাগী, রণজিৎ শীল, পরিমল শীল, সঞ্জীব শীল, অনুপ সরকার, তাপস দাস, শুভ দে, মিঠুন সাহা, পরশ দে প্রমুখ।