UsharAlo logo
সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বটিয়াঘাটায় নারীর আর্থিক অন্তর্ভূক্তি বিষয়ক আলোচনা সভা

koushikkln
জুন ২৩, ২০২২ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :খুলনার বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়ন পরিষদে নারীর আর্থিক অন্তর্ভূক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন বিষয়ক এক আলোচনা সভা বৃহস্পতিবার  (২৩ জুন) অনুষ্ঠিত হয়। সভায় ১নং জলমা ইউনিয়ন পরিষদের নারী উদ্যোক্তা শিউলী বাছাড় এর সঞ্চালনায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ১নং জলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান রায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এটুআই এর উপ প্রকল্প পরিচালক মো: তৌহিদুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ফাল্গুনী হোসেন। আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন।

সভায় বিশেষ বক্তৃতাকালে এট্আুই কর্মকর্তা নরীদের সঞ্চয়ী হতে উৎসাহিত করেন। আজ সঞ্চয় করলে আগামী দিনে সুফল পাওয়া যায় বলে তিনি তার বক্তব্যে প্রকাশ করেন। সভায় অত্র ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বলেন, যে নারীর নিকট টাকা থাকে তাকে সবাই মূল্যায়ন করে। প্রতিটি নারীর সংসারে থেকেই সঞ্চয় করা উচিত যাতে ছেলের পড়ালেখা, মেয়ের বিবাহ ইত্যাদি কাজের সময় এ সঞ্চয় সহযোগীতা করতে পারে।