UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আ.লীগের জন্ম হয়েছিলো বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছিলো : শেখ হারুন

koushikkln
জুন ২৩, ২০২২ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা আওয়ামী লীগের আলোচনা সভা বৃহস্পতিবার (২৩ জুন) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ।

সভাপতি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছিলো বলেই বঙ্গবন্ধুর নেতৃত্বে ৫২, ৫৪, ৬২, ৬৬, ৬৯, ৭০ পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো। আর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আওয়ামী লীগ আজ সুসংগঠিত।

সাধারন সম্পাদক এ্যাড সুজিত অধিকারি বলেন, আওয়ামী লীগ মানেই ইতিহাস, ঐতিহ্য, গণতন্ত্র, উন্নয়ন। দেশরতœ শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় এসেছে, এবং বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, তারই ফলশ্রুতিতে স্বপ্নের পদ্মা সেতু আজ উদ্বোধনের অপেক্ষায়।

সঞ্চালনা করেন যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড ফরিদ আহমেদ।

আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিবৃন্দ যথাক্রমে এ্যাড. কাজী বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম এম মুজিবর রহমান, এ এফ এম মাকসুদুর রহমান, বিএমএ ছালাম, রফিকুর রহমান রিপন, যুগ্ম সাধারন সম্পাদকবৃন্দ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, ইঞ্জিনিয়ার প্রেম কুমার, মন্ডল দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এ্যাড. মোস্তাফিজুর রহমান কালু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী শামীম আহসান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ রাশেদুল ইসলাম রাসেল, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ ইঞ্জিঃ জিএম মাহবুবুল আলম, নির্বাহী কমিটির সদস্য অসিত বরণ বিশ্বাস, অধ্যক্ষ ফ ম ছালাম, বুলু রায় গাঙ্গুলী, জাহাঙ্গীর হোসেন মুকুল, মোসাম্মৎ সামসুন্নাহার, শিউলি সরোয়ার, শাহিনা আক্তার লিপি, ফারজানা নিশি, অমিয় অধিকারী, মোঃ আজগর বিশ্বাস তারা, মোঃ জামিল খান, আশরাফুজ্জামান বাবুল, মোঃ মানিকুজ্জামান অশোক, বি এম জাফর, হোসনেয়ারা চম্পা, নাজনীন নাহার কনা, শেখ মোঃ আবু হানিফ, এম এম আজিজুর রহমান রাসেল, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, সরদার মিজানুর রহমান, মোঃ আসাদুজ্জামান কচি, সরদার জাকির হোসেন, দেব দুলাই বাড়ই বাপ্পি, মোঃ পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন প্রমুখ।