UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার লিটারে ৬ টাকা দাম কমলো সয়াবিন তেলের

koushikkln
জুন ২৬, ২০২২ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : কয়েক দফা বৃদ্ধির পর এবার লিটারে ৬ টাকা পর্যন্ত কমলো সয়াবিন তেলের দাম। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, বোতলজাত ১৯৯ টাকা এবং ৫ লিটারের বোতলজাত সয়াবিনের দাম ৯৮০ টাকা।

রবিবার (২৬ জুন) ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন দাম কমানোর এ ঘোষণা দিয়েছে। অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নূরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন রবিবার ভোজ্যতেলের দাম কমিয়েছে।
নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, বোতলজাত ১৯৯ টাকা এবং ৫ লিটারের বোতলজাত সয়াবিনের দাম ৯৮০ টাকা। সোমবার (২৭ জুন) থেকে নতুন দাম কার্যকর হবে।

বর্তমানে খোলা সয়াবিন তেলের প্রতি লিটার ১৮৫ টাকা। বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ২০৫ টাকা এবং ৫ লিটারের বোতলের দাম ৯৯৭ টাকা দরে বিক্রি হচ্ছে।

সর্বশেষ গত ৯ জুন সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বাড়িয়েছিল সরকার। এক লিটার খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৮৫ টাকা, বোতলজাত এক লিটার সয়াবিনের সর্বোচ্চ খুচরা দাম হবে ২০৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এক লিটার খোলা পাম তেলের দাম বেড়ে দাঁড়াল ১৫৮ টাকা।
নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করা হলে ভোক্তা অধিকার আইনে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।