UsharAlo logo
সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

কয়রার দক্ষিণ বেদকাশীর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে আব্দুস সালাম

koushikkln
জুন ২৮, ২০২২ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনার কয়রা উপজেলার ৭নং দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে আব্দুস সালাম খানকে। তিনি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১।

ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল জেলহাজতে থাকায় মঙ্গলবার (২৮ জুন) খুলনার স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) মোঃ ইউসুপ আলী স্বাক্ষরিত স্মারকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ), আইন, ২০০৯ এর ৩৩ (২) ধারানুযায়ী প্যানেল চেয়ারম্যান হিসেবে আব্দুস সালাম খানকে দায়িত্ব অর্পন করা হয়। পরে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস স্বাক্ষরিত স্মারকে (যার নং-০৫.৪৪.৪৭৫৩.০০১.২০.০২৩.২২-৫৪৪) প্যানেল চেয়ারম্যান-১ আব্দুস সালাম খানকে দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। ইউপি চেয়ারম্যানের অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদের সামগ্রিক কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেয়া হয়েছে তাকে।