পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার চারবান্ধা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে বিনামূল্যে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে উপজেলার সোলাদানা ইউনিয়নের চারবান্ধা মাধ্যমিক বিদ্যালয়ের ৩৩ জন ছাত্রীকে বিনামূল্যে এ বাই সাইকেল প্রদান করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী। স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক পরিমল কুমার সানা। বক্তব্য রাখেন, ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক, ছাত্রলীগনেতা রমজান সরদার, ইনাম সরদার সহ বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।