UsharAlo logo
সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষক হত্যা ও শিক্ষক নির্যাতন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে : বিএনপি 

koushikkln
জুলাই ৩, ২০২২ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সম্প্রতি দেশে শিক্ষক নিগ্রহের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যার্থ বিনাভোটের সরকার জাতির মেরুদন্ড শিক্ষক সমাজের নিরাপত্তা দিতে পারছে না। শিক্ষক হত্যা ও শিক্ষক নির্যাতন এখন একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে।

রবিবার (৩ জুন) প্রদত্ত বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ বলেন, শিক্ষকদের ওপর নির্যাতন ক্রমেই বেড়ে চলছে। গত ১৮ জুন নড়াইলের ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগে গলায় জুতার মালা পরানো হয়েছে। এই ঘটনার রেশ যেতে না যেতেই ২৫ জুন সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক উৎপল কুমার সরকারকে ক্রিকেটের স্টাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে দশম শ্রেণির শিক্ষার্থী। আহত উৎপল কুমার পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২৮ জুন কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও মুক্তি এর লার্নিং সেন্টারে কর্মরত ডেইজি বড়ুয়া নামের এক শিক্ষিকাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেছে রোহিঙ্গা যুবক। এসব ঘটনা খুলনা মহানগর বিএনপি গভীরভাবে ভারাক্রান্ত, মর্মাহত এবং ক্ষুব্ধ।

বিবৃতিতে নেতৃবৃন্দ ন্যাক্কারজনক শিক্ষক নিগ্রহের পিছনে ইন্ধনদাতাদের মুখোশ উন্মোচনের দাবি জানিয়ে দেশজুড়ে ঘটে যাওয়া এসব অপরাধ মূলক ঘটনায় ও দুর্বৃত্তদের কর্মকাণ্ডের সহিত জড়িত দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে তাদের যথাযথ শাস্তি প্রদানে দাবি জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন, মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. তারিকুল ইসলাম জহির, যুগ্ম আহবায়ক কাজী মো. রাশেদ, স ম আব্দুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, এ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমুখ।