UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে মাদক বিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার

pial
জুলাই ৫, ২০২২ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১১০৯ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত হচ্ছেন, খুলনার ১৯/৫ মুসলমানপাড়া ক্রস রোড এলাকার সপ্নীল জাহান সাথী(৩০), খানজাহান আলী থানার ফুলবাড়িগেট মিরেরডাঙ্গা কেডিএ আবাসিক এলাকার মোঃ বাবুল হোসেন@মেহেদী হাসান@বাবু (৪০) এবং খালিশপুরের ২৭ দারুল মোকারম মাদ্রাসা রোড এলাকার মোঃ সাইফুল হাওলাদার(২৮)। তাদেরকে মহানগরীর সোনাডাঙ্গা মডেল ও খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৩ টি মামলা রুজু করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ যে, মহানগর ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত আসামী মোঃ বাবুল হোসেন@মেহেদী হাসান@বাবু(৪০) এর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আরো ০৮ টি মাদক মামলা রয়েছে।

(ঊষার আলো-এফএসপি)