কপিলমুনি(খুলনা) প্রতিনিধি : ঐতিহ্যবাহী কপিলমুনি বেদ মন্দিরের উন্নয়নকল্পে খুলনা -৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু এক লাখ টাকা অনুদান প্রদান করেছেন।
কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বণিক সমিতির সদস্য সচিব গাজী আব্দুর রাজ্জাক রাজু মঙ্গলবার (০৫ জুলাই) বেলা ১১ টায় এমপি’র দেওয়া টাকা মন্দির কমিটির নেতৃবৃন্দের কাছে বুঝে দেন।
এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাধন কুমার ভদ্র, কপিলমুনি বেদ মন্দির কমিটির সহ-সভাপতি বিধান কুমার ভদ্র ও সাধারণ সম্পাদক অনুপম সাধু ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ আবুল কাশেম, সাধারণ সম্পাদক অলোক মজুমদার, কপিলমুনি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শুভংকর রায় শুভ, যুবলীগ নেতা নিমাই দাশ, প্রকাশ দাশ প্রমুখ।