UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লকডাউন কার্যকরে কেএমপি’র নানা উদ্যোগ

ঊষার আলো
এপ্রিল ১৭, ২০২১ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারী  বেড়ে চলায় সারাদেশে চলছে কঠোর লকডাউন। লকডাউন বাস্তবায়নের জন্য নগরীর বিভিন্ন স্থানে খুলনা মেট্টোপলিটন পুলিশ (কেএমপি) বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি মোট ২৬ টি চেকপোস্ট বসানো হয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় খুলনাসহ সারাদেশে চলছে কঠোর লকডাউন। খুলনা মেট্টোপলিটন পুলিশ সরকার নির্দেশিত এই কঠোর লকডাউন বাস্তবায়ন করার জন্য নানান কার্যক্রমসহ খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে সর্বমোট ২৬ টি চেকপোস্ট বসিয়েছে। যার ফলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।

গত তিন দিনে মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি না মেনে চলার জন্য কেএমপি’র বিভিন্ন থানার সহোযোগিতায় ভ্রাম্যমান আদালত ও ট্রাফিক পুলিশের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোট ৫৫টি মামলা করা হয়েছে ও ৮২জন ব্যক্তিকে মোট ৮৫,৭৫০ টাকা জরিমানা করা হয়েছে।

গত ১৪ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ১৭ টি মোটরসাইকেল আটক করা হয়েছে। সাথে ৩টি সিএনজি ও অন্যান্য আরও ১০টি যানসহ মোট ৪০৬টি  গাড়ী জব্দ করা হয়েছে। এ সংক্রান্তে মোট ৮৯টি মামলা দায়ের করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)