মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা : পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে পাইকগাছার গড়ইখালীতে প্রথম বারের মতো কোরবানীর পশুর হাট স্থাপন করা হয়েছে।
বুধবার (০৬ জুলাই) সকালে ইউনিয়ন পরিষদ মাঠে পশু হাটের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু। উদ্বোধনের পর প্রথম দিনেই জমে উঠেছে গড়ইখালীর কোরবানীর পশুর হাট। উল্লেখ্য, সুন্দরবন সংলগ্ন অত্র ইউনিয়নে এর আগে কখনো পশু ক্রয়-বিক্রয়ের কোন হাট ছিল না। যার কারণে এলাকার মানুষ চাঁদখালী সহ দূরদূরন্তের হাটে গিয়ে পশু ক্রয় বিক্রয় করতে হতো। বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম কেরু এবারই প্রথম ইউনিয়ন পরিষদের মাঠে কোরবানী পশুর হাট স্থাপন করেছে। এতে এলাকাবাসীর মধ্যে খুশির আমেজ বিরাজ করছে।
গড়ইখালী গ্রামের ৭৫ বছর বয়সের বৃদ্ধ আব্দুল হামিদ সরদার জানান, আমার বয়সে এর আগে কখনো ইউনিয়নে পশু ক্রয় বিক্রয়ের কোন হাট হতে দেখিনি। পশু হাট স্থাপনের আগেই এলাকায় মাইকিং করায় বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ তাদের পালিত পশু বিক্রয়ের জন্য কোরবানীর হাটে নিয়ে আসে। প্রথম দিন মাঝারি ধরণের পশু বেশি দেখা যায়। সকালে ক্রয় বিক্রয় কম হলেও দুপুরের পর জমে ওঠে পশু হাট। সাধারণ মানুষের পাশাপাশি অনেক ব্যাপারীরাও পশু ক্রয় বিক্রয় করতে হাটে আসেন।
ব্যাপারী কুপাত আলী জানান, আমি ৫০টি গরু বিক্রয় করতে এসেপ্রথম দিনেই জমে উঠেছে গড়ইখালীর কোরবানীর পশু হাট। এখানকার পরিবেশ অনেক সুন্দর। কোন দালাল, বাটপারদের দৌরাত্ম এখানে নাই। ক্রেতাদের উপস্থিতিও সন্তোষজনক ছিল।
ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু জানান, এর আগে এলাকার মানুষ দূরদূরন্তে গিয়ে পশু ক্রয় বিক্রয় করতো। এতে অনেক ভোগান্তি হতো। অনেক সময় টাকা পয়সা খোয়া যেতো। এলাকায় পশুর হাট করায় এখানকার মানুষ নিকটে এসে একদিকে যেমন তাদের পালিত পশু সহজে বিক্রয় করতে পারছে, আবার ক্রয়ও করতে পারছে। পশু বিক্রয় পাশের জন্য মহিষ ২০০, গরু ১০০ ও ছাগল ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল থেকে অনেক বেশি পশু ক্রয় বিক্রয় হবে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যানসহ ক্রেতা-বিক্রেতারা।