বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় চার বছর আগে জব্দকৃত খাবার অযৌগ্য প্রায় ১৫ হাজার কেজি চাল অবশেষে নিলামে বিক্রি করা হয়েছে।
মোট ৭ জন নিলামে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা হিসাবে জনৈক মোঃ কামরুল ইসলাম মোল্লা এ চাল পেয়েছেন। নিলাম ক্রেতা প্রতি কেজি চাল ৯ টাকা ১০ পয়সা মূল্যে মোট এক লাখ ২৫ হাজার ৮০ টাকা নগদ পরিশোধ করেন।
১৩ হাজার ৮০০ কেজি ডাম্পিং খাবার অযোগ্য চাল উন্মুক্ত নিলামে দেয়ায় মোট ৭ জন পৃকভাবে এ নিলামে অংশ নেন।
জানা গেছে, আদালতের নির্দেশে মোল্লাহাট উপজেলা নিলাম কমিটির আয়োজনে বুধবার (৬ জুলাই) দুপুরে মোল্লাহাট উপজেলার গাড়ফা বাজার খাদ্য গুদাম চত্বরে এ উন্মুক্ত নিলাম বিক্রি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নিলাম কমিটির সভাপতি মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উন্মুক্ত এ নিলাম বিক্রি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, শেখ রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলম, ওসিএলএসডি লুৎফুন নাহার প্রমূখ।
(ঊষার আলো-এফএসপি)