UsharAlo logo
রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কমরেড রতন সেনের হত্যাবার্ষিকী পালন উপলক্ষে সিপিবি’র কর্মীসভা

koushikkln
জুলাই ৭, ২০২২ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র আজীবন বিপ্লবী, প্রখ্যাত কমিউনিস্ট নেতা কমরেড রতন সেনের হত্যাবার্ষিকী পালন উপলক্ষে খুলনা মহানগর কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (০৭ জুলাই) সন্ধ্যা ৭টায় পার্টির দলীয় কার্যালয়ে মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবুর সভাপতিত্বে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।

মহানগর সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড ডাঃ মনোজ দাস।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সম্পাদকম-লীর সদস্য কমরেড এইচ এম শাহাদাৎ, কমরেড সুতপা বেদজ্ঞ, সদর থানা সভাপতি কমরেড তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক কমরেড অশোক বিশ্বাস, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক সঞ্জয় সাহা, সিপিবি নেতা কমরেড রঙ্গলাল মৃধা, কমরেড বাবর আলী, কমরেড সাইদুর রহমান বাবু, কমরেড জাহানারা আক্তারী, যুব নেতা আফজাল হোসেন রাজু, শৈশব বিশ্বাস, ছাত্রনেতা সৌমিত্র সৌরভ প্রমুখ। সভায় আগামী ৩১ জুলাই কমরেড রতন সেন হত্যাবার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।