ঊষার আলো ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের ত্রাণ সহায়তার জন্য খুলনা বিএনপি’র পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে ৫ লাখ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মন্ত্রী ও ঢাকা মহানগর বিএনপির ( উত্তর) আহ্বায়ক আমান উল্লাহ আমান ও বিএনপি’র প্রচার সম্পাদক, লক্ষীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী’র কাছে এ অর্থ প্রদান করেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ ) জয়ন্ত কুমার কুন্ডু’র নেতৃত্বে ত্রাণ তহবিলে সহায়তার অর্থ প্রদান করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক এ্যাড. শফিকুল আলম মনা। এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক চৌধুরী হাসানুর রশীদ মিরাজ।