UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সভা

ঊষার আলো
এপ্রিল ১৭, ২০২১ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) সকালে প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধক্ষ্য এসএম বাবুল আক্তার, সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, জিএ গফুর, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন সোহাগ, রবিউল ইসলাম, স্নেহেন্দু বিকাশ, ইমদাদুল হক, আলাউদ্দীন রাজা, প্রমথ রঞ্জন সানা, নজরুল ইসলাম ও বিভাসেন্দু সরকার। সভায় করোনার কারণে প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থগিত করা হয়। বার্ষিক আয় ব্যয়ের জন্য একটি অডিট উপ কমিটি গঠন করা হয়। এছাড়া করোনায় এপর্যন্ত যে সকল সাংবাদিক মৃত্যু বরণ করেছে তাদের রুহের মাগফিরাত কামনা ও যে সকল সাংবাদিক চিকিৎসাধীন রয়েছে তাদের সকলের সুস্থ্যতা কামনা করা হয়।

(ঊষার আলো-এমএনএস)