পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার সোলাদানা ইউনিয়নের চারবান্ধা টু বেতবুনিয়া অভিমুখে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কার কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী।
এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগনেতা রমজান সরদার, হাফিজুর গাজী, স্বাধীন ঢালী, ফিরোজ, সাইফুল, জাহাঙ্গীর, আনিচ ও আব্দুস সাত্তার। জনগুরুত্বপূর্ণ এ সড়কের সংস্কার কাজ সম্পন্ন হলে অত্র ইউনিয়নের কয়েকটি গ্রামের শত শত মানুষের যাতায়াত সুবিধা হবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী জানান।