ঊষার আলো ডেস্ক : যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনিকে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার (১৪ জুলাই) খুলনা মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নগর যুবদলের সভাপতি মোঃ মাহবুব হাসান পিয়ারু ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, প্রকাশ্য দিন-দুপুরে একজন রাজনৈতিক নেতাকে হত্যা করা আইন-শৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ। নিশিরাতের ভোটডাকাত ফ্যাসিষ্ট আওয়ামী সরকার ও সরকারি দলকে শুধুমাত্র পাহারা না দিয়ে দেশের জনগনের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা ঠিক রাখার বিষয়ে পুলিশের আরও কঠোর ভূমিকা রাখা উচিত ছিল। কোনো কল্পকাহিনী বা সরকারি দলের সাজানো গল্প নয়, প্রকৃত খুনিদের গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় এনে পুলিশ যে জনগনের বন্ধু সেটা প্রমাণ করুন।