UsharAlo logo
বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় অপদ্রব্য পুশ করা ২ হাজার কেজি চিংড়িসহ আটক ১৮

koushikkln
জুলাই ১৫, ২০২২ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনায় অপদ্রব্য পুশ করা দুই হাজার কেজি চিংড়িসহ ১৮ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (১৫ জুলাই) র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ এ তথ্য জানান। অপদ্রব্য পুশ করা চিংড়ি পরিবহনের সঙ্গে জড়িত থাকায় সংশ্লিষ্ট ট্রান্সপোর্ট কোম্পানিসমূহকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ট্রান্সপোর্ট কোম্পানিসমূহকে দেড় লাখ টাকা জরিমানা

র‌্যাব জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর হরিণটানা থানার কৈয়া বাজার থেকে তাদের আটক করা হয়। সাতক্ষীরা থেকে দু’টি ট্রাক ও একটি পিকআপ ভ্যানে ১৮ জন ব্যক্তি পাঁচ হাজার কেজি চিংড়ি নিয়ে খুলনায় আসছিল। পাঁচ হাজার কেজি চিংড়ির মধ্যে দুই হাজার কেজি চিংড়িতে অপদ্রব্য মেশানো ছিল। যার বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও মৎস্য অফিস খুলনার কর্মকর্তারা হরিণটানা থানার কৈয়া বাজারে চেকপোস্ট বসিয়ে চিংড়ি ভর্তি দুটি ট্রাক ও একটি পিকআপ ভ্যান আটক করে। এ সময় অবৈধভাবে অপদ্রব্য পুশ করা চিংড়ি বহন করার দায়ে সংশ্লিষ্ট ট্রান্সপোর্ট কোম্পানিসমূহকে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন ২০২০ এর ৩৩(৫) ধারা মোতাবেক সাতক্ষীরার আশাশুনির মনিরুল ইসলামকে (৪৫) ৫০ হাজার টাকা, খুলনার ওয়াহিদুজ্জামান মঞ্জিরকে (৪২) ৫০ হাজার টাকা, সাতক্ষীরার আশাশুনির রিপন সানাকে (৩৮) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপদ্রব্য পুশ করা দুই হাজার কেজি চিংড়ি মাছ মৎস্য কর্মকর্তারা উপস্থিতিতে ধ্বংস করা হয়। জরিমানার অর্থ সংশ্লিষ্ট ব্যক্তি তাৎক্ষণিক দেওয়ায় সরকারি কোষাগারে জমা করা হয়েছে।