UsharAlo logo
শনিবার, ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সোনার দাম ফের কমলো

koushikkln
জুলাই ১৭, ২০২২ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশের বাজারে সোনার দাম কমা অব্যাহত রয়েছে। এবার
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ভালো সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমিয়েছে ১ হাজার ১৬৬ টাকা। ফলে প্রতি ভরি ভালো মানের সোনার দাম কমে দাঁড়াবে ৭৭ হাজার ২১৬ টাকা, যা এতদিন ছিল ৭৮ হাজার ৩৮২ টাকা।

রবিবার (১৭ জুলাই) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (১৮ জুলাই) থেকে সারা দেশে নতুন দামে সোনা কেনাবেচা করা হবে।
বাজুস বলছে, আন্তর্জাতিক বাজারে দাম কমায় বাংলাদেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (১৮ জুলাই) থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় খরচ পড়বে ৭৭ হাজার ২১৫ টাকা। ২১ ক্যারেটের খরচ পড়বে ৭৩ হাজার ৭১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৬৩ হাজার ২১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম পড়বে ৫২ হাজার ৭২১ টাকা।

এর আগে গত ৭ জুলাই ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমানো হয়। তার আগে গত ২৬ মে সোনার দাম ভরিতে ২ হাজার ৯১৬ টাকা কমানো হয়েছিল।
অবশ্য এর আগে গত ২১ মে ভরিতে ৪ হাজার ১৯৬ টাকা বৃদ্ধি করে বাজুস। তার চার দিন আগে ১৮ মে প্রতিভরি সোনার দাম ১৭৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম পড়বে ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা।