নড়াইল প্রতিনিধি: নড়াইলে ট্রাকের চাপায় নতুন মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। নড়াইল-গোবরা-নওয়াপাড়া সড়কের নলদীরচর এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী গোবরা পার্বতী বিদ্যাপীঠের এসএসসি পরীক্ষার্থী বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী এম এ হাকিম (১৬) নিহত হয়।
সোমবার (১৮ জুলাই) বিকালে এ দুর্ঘটনা ঘটে নিহত হাকিম ভদ্রবিলা ইউনিয়নের ছাগলছিড়া গ্রামের মফিজুর মোল্যার ছেলে। এ দুর্ঘটনায় পার্বতী বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক জহর উদ্দিন আহমেদ’র ছেলে বিজ্ঞান বিভাগের আরেক মেবাধী শিক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী জুবায়ের আহমেদসহ দু’জন গুরুতর আহত হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র একদিন আগে রবিবার হাকিমকে তার বাবা নতুন মোটরসাইকেল কিনে দেন। সেই মোটরসাইকেলে যোগে হাকিম সোমবার বিকেলে তার বন্ধুদের নিয়ে গোবরা থেকে আগদিয়া যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নড়াইল ও খুলনায় ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে নড়াইল থানার ওসি (চলতি দায়িত্ব) মাহমুদুর রহমান বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে।