UsharAlo logo
শুক্রবার, ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ওয়াসার পানির মূল্য বৃদ্ধি ও নড়াইলে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় ওয়ার্কার্স পার্টির উদ্বেগ 

koushikkln
জুলাই ১৯, ২০২২ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :  ১৯ জুলাই মঙ্গলবার বেলা ১১টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে সম্পাদকম-লীর এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় নেতৃবৃন্দ খুলনা ওয়াসা কর্তৃক বে-আইনীভাবে পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অন্যায় ও অযৌক্তিকভাবে করা হয়েছে। যা সাধারণ মানুষের জীবনযাত্রার উপর প্রভাব ফেলবে। এটা মেনে নেয়া যায় না। নেতৃবৃন্দ অবিলম্বে বর্ধিত পানির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের জোর দাবি জানান। পাশাপাশি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের শতাধিক হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির ও দোকানপাট ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগকারীদের বিচার দাবী করে বলেন, এ সাম্প্রদায়িক অপশক্তিরা দেশকে অস্থিতিশীল করতে চায়। এদের শিকড় উপড়ে ফেলতে হবে।

নেতৃবৃন্দ বলেন, ওয়ার্কার্স পার্টি মাদকমুক্ত সমাজ গঠনের লড়াইয়ে থাকায় সম্প্রতি রাজশাহী মহানগর ১৮নং ওয়ার্কার্স পার্টির কার্যালয়টি আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে লড়াইয়ের ইউনাইটেড কলেজের অধ্যক্ষকে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জুতার মালা পরিয়ে হেনস্থ করা ঘটনায়ও তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সভায় অপর এক প্রস্তাবে খুলনার শিল্পাঞ্চল খ্যাত হারানো গৌরব ফিরিয়ে আনতে অবিলম্বে সকল বন্ধ পাটকলসমূহ চালু করার আহ্বান জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল-ইসলাম, সম্পাদকম-লীর সদস্য কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা ও কমরেড আমিরুল সরদার।