মোঃ আশিকুর রহমান : নগরীর খালিশপুর হাউজিং এলাকার (রোড নং- ১২, বøক নং-৩০) আর লাইন মসজিদের সামনে হতে ২৫ জুলাই (সোমবার) দুপুরে কাপড়ের ব্যাগের ভেতরে থাকা সদ্য এক নবজাতককে উদ্ধার করেছে খালিশপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, মসজিদ সংলগ্ন পাশের বাসার এক জনৈক মহিলা একটি শিশুর কান্নার শব্দ শুনতে পায়, অতঃপর তিনি ঘর হতে বের হয়ে দেখেন তার বাসার সামনে একটি কাপড়ের ব্যাগের ভেতর কে বা কারা সদ্য এক নবজাতককে ফেলে রেখে গেছেন। জনৈক মহিলা তাৎক্ষনিক ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানালে ঘটনাস্থলে পৌঁছায় খালিশপুর থানা পুলিশ। দায়িত্বে থাকা এসআই হাসমত জানান, আজ ২৫ জুলাই (সোমবার) দুপুরে খালিশপুর হাউজিং এলাকার ১২নং রোড হতে কাপড়ের ব্যাগের ভেতর থাকা সদ্য এক নবজাতককে উদ্ধার করে খুলনা শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক নবজাতক শিশুটি শারিরীক ভাবে সুস্থ আছে জানানো, অতঃপর তাকে মহেশ্বরপাশা ছোটমনি শিশু নিবাসে হস্তান্তর করা হয়েছে।
খালিশপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর জানান, ২৫ জুলাই (সোমবার) দুপুরে কাপড়ের ব্যাগের ভেতরে রাখা এক সদ্য নবজাতককের কান্নার শব্দ শুনতে পায় পাশের এক ভদ্র মহিলা। অতঃপর বিষয়টি তিনি থানাকে অবগত করলে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে সদ্য নবজাতক শিশুটিকে উদ্ধার করে শারিরীক অবকাঠামোর পরীক্ষা-নিরীক্ষার জন্য খুলনা শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অতঃপর বাচ্চাটি শারিরীক ভাবে সুস্থ আছে জানার পরে নগরীর মহেশ্বরপাশায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে।
মহেশ্বরপাশা ছোটমনি নিবাসের সহকারী তত্ত¡বধায়ক বিজন কৃষ্ণ শিকদার জানান,এটি একটি সরকারি প্রতিষ্ঠান। এখানে পরিচয়হীন অনেক শিশুই সাথে। তাদেরর রক্ষনাবেক্ষনের জন্য সুনির্দিষ্ট জনবল আছে। এই শিশুটিও তেমনি ভাবে থাকবে। খালিশপুর থানা পুলিশ ইতিমধ্যে প্রতিষ্ঠানটির নিকট উদ্ধার হওয়া সদ্য নবজাতক শিশুটিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়মতান্ত্রিক ভাবে হস্তান্তর করেছেন।