ঊষার আলো ডেস্ক : খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, ভোটডাকাত লুটেরা সরকারের নিজস্ব ব্যবসায়ীদের মুনাফার স্বার্থে পরিকল্পিতভাবে নিয়মনীতি বিসর্জন দিয়ে চাহিদার অতিরিক্ত বিদ্যুৎকেন্দ্র স্থাপন, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের সুযোগ প্রদানের ভয়াবহ দুর্নীতির কারণে ক্যাপাসিটি চার্জ বাবদ প্রচুর অর্থ ব্যয় করার ফলে বর্তমানে এই অচলাবস্থা তৈরি হয়েছে। এখন শহরে ৩ থেকে ৪ ঘণ্টা এবং গ্রামাঞ্চলে ৭ থেকে ৮ ঘণ্টা লোডশেডিং জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। কৃষি উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রব্যমূল্য হ্রাসের ব্যর্থতায় সরকারের পদত্যাগ দাবি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধিতে গভীর ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতারা। চাল, ডাল, তেল, লবণ, চিনি, শাক-সবজি ও মাছ-মাংসের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির বিষয়ে সরকারের অব্যবস্থাপনা ও সরকারের মদদপুষ্ট সিন্ডিকেটকে দায়ী করেন বক্তারা।
লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত আগামী ৩১ জুলাই অনুষ্ঠিতব্য কর্মসূচি বিক্ষোভ সমাবেশ সফলে বৃহস্পতিবার (২৮ জুলাই) প্রস্তুতি সভায় খুলনা জেলা নেতৃবৃন্দ এসব কথা বলেন। নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
আগামী ৩১ জুলাই অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশ সফলে সর্বাত্মক প্রস্তুতিসহ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম তদারকির লক্ষ্যে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সদস্যদের সমন্বয়ে উপকমিটি গঠন করা হয়েছে।
প্রস্তুতি সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন শেখ আবু হোসেন বাবু, জুলফিকার আলী জুলু, এসএ রহমান বাবুল, সাইফুর রহমান মিন্টু, মোস্তফাউল বারী লাভলু, শামিম কবির, আশরাফুল আলম নান্নু, সামসুল আলম পিন্টু, এনামুল হক সজল, চৌধুরী কওছার আলী, ডাঃ আব্দুল মজিদ, খায়রুল ইসলাম খান জনি, অসিত কুমার সাহা, শাকিল আহমেদ দিলু, ইলিয়াছ মল্লিক, মোঃ হাফিজুর রহমান, সুলতান মাহমুদ, জিএম রফিক, মনিরুজ্জামান লেলিন, মুর্শিদুর রহমান লিটন, নাজমুস সাকির পিন্টু, মোঃ ইকবাল শরীফ, আরিফুর রহমান আরিফ, খন্দকার ফারুক হোসেন, সেখ সরোয়ার হোসেন, রফিকুল ইসলাম বাবু, রুম্মন আজম, সাইদুজ্জামান খান, সরদার আঃ মালেক, রাহাত আলী লাচ্চু, হাবিবুর রহমান রিটু, ইঞ্জিনিয়ার মনির হাসান টিটু, নূরুল আমিন বাবুল, গাজী আঃ হালিম, সামসুল বারী পান্না, মোল্লা সাইফুর রহমান, আঃ মান্নান খান, মোজাফফর হোসেন, আসলাম পারভেজ, ওয়াহিদুজ্জামান নান্না মোল্লা, হাবিবুর রহমান, আবুল হোসেন, খান ইসমাঈল হোসেন, আঃ মান্নান মিস্ত্রি, মোঃ শহিদুল ইসলাম ও আজাদ আবুল কালাম প্রমুখ।