পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় লকডাউন কার্যকর করতে পঞ্চম দিনেও তৎপর ছিল প্রশাসন ও পুলিশ। অন্যান্য দিনের ন্যায় রোববার সকাল থেকেই জিরোপয়েন্টসহ জনগুরুত্বপূর্ণ স্থানে লকডাউন কার্যকর করতে পুলিশ নিয়োজিত ছিল। এছাড়া জিরোপয়েন্টসহ বিভিন্ন এলাকায় পুলিশি কার্যক্রম তদারকি করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) হুমায়ূন কবির। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক উপজেলার চাঁদখালী বাজার সহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। অনুরূপভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থান সমূহে অভিযান পরিচালনা করেন। পৃথক অভিযানে সরকারি নির্দেশনা উপেক্ষা করায় কয়েক ব্যক্তিকে জরিমানা করা হয়। একই সাথে সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলার জন্য পরামর্শ প্রদান করা হয়। এরআগে শনিবার রাত ৯টার দিকে ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী পৌর সদরের হাসপাতাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সরকারি নির্দেশনা উপেক্ষা করে চায়ের দোকান খুলে আড্ডা দেওয়ায় ২ যুবককে আটক করা হয়। স্বাস্থ্যবিধি মেনে চলার কঠোর শর্ত সাপেক্ষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
(ঊষার আলো-আরএম)