ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড রতন সেন হত্যাবার্ষিকী উপলক্ষে জেলা সভাপতি কমরেড ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালী, জেলা সম্পাদকম-লীর সদস্য কমরেড এইচ এম শাহাদাৎ, কমরেড সুতপা বেদজ্ঞ, কমরেড এড. এম এম রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা কমরেড কিংশুক রায়, কমরেড এড. প্রীতিষ ম-ল, যুব ইউনিয়নের মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি সৌরভ সমাদ্দার, সাধারণ সম্পাদক সৌমিত্র সৌরভ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক প্রখ্যাত কমিউনিস্ট নেতা, শ্রমজীবী মানুষের নেতা কমরেড রতন সেনকে ৩১ জুলাই ১৯৯২ সালে ডিসি অফিসের সামনে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হলো। কিন্তু অদ্যাবধি এ হত্যার কোনো সঠিক বিচার হলো না।
আগামী ৩১ জুলাই রতন সেনের ৩০তম হত্যাবার্ষিকী পালন করা হবে। আমরা এ হত্যাবার্ষিকীকে সামনে রেখে স্পষ্টভাবে বলতে চাই ‘রতন সেনের হত্যার সঠিক বিচার চাইÑকরতে হবে।’ সভায় আগামী ৩১ জুলাই রবিবার বিকেল ৪টায় পি সি রায় রোডে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সমাবেশ ও মিছিলে পার্টির সকল স্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।