UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোমনি বাইপাস সড়কে প্রাইভেটকারসহ ৬ কেজি গাঁজা উদ্ধার

koushikkln
আগস্ট ৪, ২০২২ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি বাইপাস সড়ক সংলগ্ন ওয়াসা ভবনের সামনে থেকে ৬কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে খানজাহান আলী থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে এস আই আনোয়ার হোসেন, এ এস আই সানাউল্লাহ , এএস আই মনির হোসেনসহ সঙ্গীয়ফোর্স মাদক বিরোধী অভিযান চলাকালিন বৃহস্পতিবার (০৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় বাইপাস সড়ক দিয়ে একটি প্রাইভেটকার ঢাকা মেট্রো গ ১২-৯৮২৩ যাওয়ার পথে পুলিশ গাড়িটি থামানোর সিগন্যাল দেয় এ সময় গাড়িটি সিগন্যাল অমান্য করে বাইপাস সড়ক সংলগ্ন কাশবনের সামনে গাড়িটি রেখে ৩ জন পালিয়ে যায়। এ সময় গাড়ি থেকে একটি কাপড়ের ব্যাগের ভিতরে রক্ষিত ৬ কেজি গাজা উদ্ধার করা হয়।

খানজাহান আলী থানার ওসি কামাল হোসেন খান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পলাতকদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

অপরদিকে বেলা ১২ টার দিকে শিরোমনি লিন্ডা ক্লিনিক সংলগ্ন আমজাদ এর বাড়ির ভাড়াটিয়া সুমন ৩৫ কে আধা কেজি গাঁজা সহ এস আই হাসানুজ্জামান আটক করে।