UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এদেশে হত্যার রাজনীতি শুরু হয় : এমপি বাবু

koushikkln
আগস্ট ৪, ২০২২ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধী শক্তি এদেশে হত্যার রাজনীতি শুরু করেছিল। এরা সেদিন যেমন মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি, তেমনি রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে মেনে নিতে পারেনি। তারা মেনে নিতে পারেনি বঙ্গবন্ধুর বাংলাদেশ বিশে^র বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। তারা চেয়েছিল বাঙালির হৃদয় থেকে বঙ্গবন্ধুর নাম এবং মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ষড়যন্ত্রকারীরা সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করলেও দেশের মানুষের হৃদয় থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দিতে পারেনি। আজ সারা বিশে^র বাঙালী শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধুকে স্মরণ করে। পাশাপাশি এদেশের জনগণ বঙ্গবন্ধু হত্যার বিচার করার পাশাপাশি স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত-বিএনপি’কে আস্তাকুড়ে নিক্ষেপ করেছে। বঙ্গবন্ধুর উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণের সাথে সরকার ও আওয়ামী লীগের যে সেতু বন্ধন তৈরী হয়েছে এ বন্ধন আগামীতেও চির অটুট থাকবে ইনশাআল্লাহ।

এমপি বাবু বৃহস্পতিবার (০৪ আগস্ট) সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতার এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগনেতা আনন্দ মোহন বিশ^াস, জিএম ইকরামুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, কেএম আরিফুজ্জামান তুহিন, কাজল কান্তি বিশ^াস, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, বিভূতি ভূষণ সানা, নির্মল ঢালী, ডাঃ শংকর দেবনাথ, আরশাদ আলী বিশ^াস, নির্মল অধিকারী, হেমেশ চন্দ্র মন্ডল, পঞ্চালনন সানা, নির্মল বৈদ্য, কৃষ্ণপদ মন্ডল, তৃপ্তি রঞ্জন সেন, কাজী জাহাঙ্গীর, মঙ্গল মন্ডল, জগদীশ চন্দ্র রায়, মিজানুর রহমান, মানবেন্দ্র মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থপ্রতীম চক্রবর্তী, খুকুমনি, নাজমা কামাল, সাব্বির হোসেন, শেখ রাজু আহমেদ, মাহবুবুর রহমান নয়ন, গৌতম মন্ডল, অনিমেশ ও মিথুন।