UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

তেরখাদায় নানা কর্মসূচির মাধ্যমে শেখ কামালের জন্মদিন পালন

koushikkln
আগস্ট ৫, ২০২২ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি: তেরখাদা উপজেলায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর (৭৩ তম) জন্মদিন-২০২২ উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ,ডকুমেন্টারি প্রদর্শনী,ফুটবল প্রতিযোগিতা,বৃক্ষরোপণ,দোয়া সহ নানা কর্মসূচির মাধ্যমে জন্মদিন পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন তেরখাদার আয়োজনে শুক্রবার (০৫ আগস্ট) সকাল সাড়ে দশটার সময় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফত হোসেন মুক্তি, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল,এল জি ই ডি প্রকৌশলী ওয়ালিদ ইবনে হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি তেরখাদা ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক বারাসাত ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের,ইসলামিক ফাউন্ডেশন এর প্রতিনিধি মাওঃ আব্বাস আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক,সহকারি প্রোগ্রামার লিডাম পল বালা, মোল্লা সাহিদুল ইসলাম, রনি মোল্লা,আজিজুর রহমান রুবেল, মুসা শরীফসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।