UsharAlo logo
বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী আন্দোলন খুলনা মহানগর কমিটির কর্মী তারবিয়াত  

koushikkln
আগস্ট ৫, ২০২২ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শুক্রবার (৫ আগষ্ট) সকাল ১০ টা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের উদ্যোগে কর্মী তারবিয়াত নগরীর ফজলুল করিম রহঃ ফাউন্ডেশন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা  মহানগর সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ’র  সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তারবিয়াত প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ  সম্পাদক মুফতী দেলোয়ার হোসাইন সাকী।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি নুরুল করীম আকরাম।
কর্মী তারবিয়াতে মুফতি দেলাওয়ার হোসাইন সাকী বলেন, ইসলামী আন্দোলন একটি সম্ভাবনাময়ী রাজনৈতিক প্লাটফর্ম। আজ সচেতন মহল ইসলামী আন্দোলনকে তৃতীয় শক্তি হিসেবে মূল্যায়ন করছেন। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই- ইসলামী আন্দোলন তৃতীয় শক্তি নয়; বিজয়ী শক্তি হবে, ইনশাআল্লাহ! তিনি আরো বলেন, এই সম্ভবনাকে বাস্তবায়নের মূল শক্তি হলো কর্মীগণ। কর্মীরা হলো সংগঠনের প্রাণ, চালিকাশক্তি। সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি ও পরিকল্পনা তাদের মাধ্যমে প্রকাশ পায়। তাই একজন কর্মী ব্যক্তি নন। একজন কর্মী সংগঠনে রূপ নেয়। তাই কর্মীর প্রতিটি কাজ অন্যের জন্য অনুসরণীয় মডেল হতে হবে। প্রতিটি মুহূর্ত দায়িত্বশীলকে সচেতন থাকতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল দায়িত্বশীলকে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিষ্ঠাবান, আত্মোৎসর্গী এবং দায়িত্ব পালনে সচেতন থাকতে হবে।
তারবিয়াতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর সহ সভাপতি মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা দ্বীন ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মোঃ ফেরদাউস গাজী সুমন, মাওলানা আব্বাস আমিন, মোল্লা রবিউল ইসলাম তুষার, প্রশিক্ষণ সম্পাদক মুফতী আমিরুল ইসলাম, এইচ এম খালিদ সাইফুল্লাহ, মাওঃ হাফিজুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, শ্রমিকনেতা আবুল কালাম আজাদ, যুবনেতা মুফতি আব্দুর রহমান মিয়াজী, ছাত্রনেতা মুহাঃ মইন উদ্দিন, ইব্রাহিম ইসলাম আবির, আব্দুল্লাহ আল মামুনসহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।