UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় দিন দিন আত্মহত্যার প্রবণতা বাড়ছে

koushikkln
আগস্ট ৬, ২০২২ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি: খুলনা জেলার তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের আশ্রয়ন প্রকল্প এলাকায় গলায় দড়ি দিয়ে এক কিশোরী কন্যা আত্মহত্যা করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় যে শনিবার (০৬ আগস্ট) সকালে ছাগলাদাহ আশ্রয়ন প্রকল্প এলাকায় বসবাসকারী রেজওয়ানের দুই মেয়ের মধ্যে পরোটা খাওয়াকে কেন্দ্র করে মনোমালিন্যের সৃষ্টি হয়। এসময় রেগে গিয়ে অভিমান ও জিদের বসবর্তী হয়ে ছোট মেয়ে আহ্লাদী খাতুন (১৩) আনুমানিক সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নয়টার মধ্য যে কোন সময় সবার অজান্তে আশ্রয়ন প্রকল্পের (২০ নং) কক্ষের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তেরখাদা থানা আইন-শৃঙ্খলা বাহিনী লাশ উদ্ধার করে।

তেরখাদা থানার ওসি মোঃ জহুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন লাশ পোস্টমর্টেমের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা হয়েছে।

উল্লেখ্য, গত (৩০ জুলাই ২০২২) সাচিয়াদাহ ইউনিয়নের কামারোল এলাকায় এক বৃদ্ধা মহিলা ও (০১ আগস্ট ২০২২) আজগড়া ইউনিয়নের শ্রীপুর এলাকায় এক যুবতী আত্মহত্যা করেছে।