UsharAlo logo
বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী পালিত

koushikkln
আগস্ট ৮, ২০২২ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, সেলাই মেশিন ও পুরস্কার বিতরণ এবং দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (০৮ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু মঞ্চে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে মহিলা বিষয়ক দপ্তর ও তথ্য আপা এর সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক বিতরণ অনুষ্ঠান সম্প্রচার, আলোচনা সভা, সেলাই মেশিন ও পুরস্কার বিতরণ এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজায়েত আলী, প্রধান শিক্ষক খালেকুজ্জামান, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, আমিনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, সহকারী শিক্ষা অফিসার আছাদুজ্জামান, শিক্ষক আব্দুল ওহাব, প্রভাষক আবু সাবাহ, বজলুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ শামছুদ্দীন আহমেদ।

পাইকগাছা আওয়ামী লীগ : বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংগঠনের উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, আ’লীগ নেতা জিএম ইকরামুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, আরশাদ আলী বিশ্বাস, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, পৌর আ’লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, যুবলীগ নেতা সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, জগদীশ চন্দ্র রায়, পরেশ মন্ডল, মিজানুর রহমান মিজান, দীপঙ্কর মন্ডল, মহিলা আ’লীগের শেখ জুলি, ছাত্রলীগ নেতা ফরাদুজ্জামান তুষার, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থপ্রতীম চক্রবর্তী, সাধারন সম্পাদক ফাইমিন সরদার, পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রায়হান পারভেজ রনি। সবশেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ রইসুল ইসলাম।