UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় বিজিবি’র উদ্যোগে জাতীয় শোক দিবসে গরীবদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

pial
আগস্ট ১৬, ২০২২ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

তথ্যবিবরণী : খুলনায় ২১ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে গতকাল (সোমবার) গরীব-দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

দিবসটি উপলক্ষ্যে খুলনা সেক্টর সদর দপ্তর এবং ২১ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার কর্ণেল মামুনূর রশীদ গরীব দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। খুলনা এলাকায় প্রায় দুই হাজার জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। একই সাথে ৫০ জন দুস্থ ব্যক্তিকে নগদ অর্থ সাহায্য প্রদান করা হয়। এসময় ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-এফএসপি)