UsharAlo logo
সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযুদ্ধের বাংলাদেশ জঙ্গিবাদের কোন স্থান নেই : এমপি বাবু

koushikkln
আগস্ট ১৭, ২০২২ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনা-৬ পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ হয়তো স্বাধীন হতো না। বঙ্গবন্ধু শুধু আমাদের স্বাধীনতা দেয়নি, বাঙালি জাতিকে শত বছরের শোষণ থেকে মুক্ত করেছেন। বঙ্গবন্ধু ৫৫ বছরের জীবনের পুরো সময়টায় বাঙালির জন্য উৎসর্গ করেছেন। তার এ ঋণ কোন দিন শোধ হওয়ার নয়। কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতা বিরোধী চক্রের নির্মম বুলেটের আঘাতে মহান এ নেতাকে প্রাণ দিতে হয়েছে। এমপি বাবু বলেন, সেদিন যারা ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তাদের উত্তরসূরী জঙ্গি বাহিনীর ষড়যন্ত্র এদেশে সব সময় অব্যাহত রয়েছে। এদের ভয়ঙ্কর রূপ আমরা ২১ আগস্ট গ্রেনেড হামলা ও ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার সময় দেখেছি। যদিও বর্তমান সরকার জঙ্গী নির্মূলে বদ্ধ পরিকর। তিনি বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশে জঙ্গিবাদের কোন স্থান নেই। ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে এদের নির্মুল করতে হবে।

তিনি বুধবার (১৭ আগস্ট) সকালে পাইকগাছা সরকারি কলেজ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, শেখ রাসেল দেওয়ালিকার মোড়ক উন্মোচন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল। প্রভাষক মাসুদুর রহমান মন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক আ জ ম আব্দুল হাকিম, প্রভাষক সুফল চন্দ্র মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুবলীগনেতা আকরামুল ইসলাম, ছাত্রলীগনেতা সাব্বির হোসেন ও রায়হান পারভেজ রনি।