UsharAlo logo
সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সরকারি দৌলতপুর মুহসিন হাই স্কুলের ছয়তলা ভবনের উদ্বোধন

koushikkln
আগস্ট ১৭, ২০২২ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের বেগম মন্নুজান সূফিয়ান একাডেমিক ( ছয়তলা) ভবনের উদ্বোধন ও বেগম নূর জাহান গোলাম রহমান স্মৃতি বৃত্তি তহবিলের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান বুধবার (১৭ আগস্ট) বেলা ১২টায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মিত্র। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল খুলনার পরিচালক প্রফেসর শেখ হারুণ অর রশিদ, নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট সমাজসেবক শেখ আব্দুল মান্নান, দৌলতপুর থানা আওয়ামী লীগ সভাপতি শেখ সৈয়দ আলী, শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান, মহানগর আ’লীগ নেতা আশরাফুল ইসলাম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, মুহাসীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি শেখ মফিজুর রহমান হিরু, বৃত্তি তহবিল পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শেখ আব্দুর রাকিব ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়ার্দ্দার। অন্যান্যের মধ্যে অংশ নেন নাগরিক নেতা শাহিন জামান পন, মহিলা কলেজের প্রভাষক মাদক কৃষ্ণ, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, রবিউল ইসলাম, আয়শা খানম, করসার আলী, এম রুহুল আমিন প্রমূখ। উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রায় একশত গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিরাশি হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয় ।