UsharAlo logo
সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্ধ্বগতিতে বৃহত্তর আমরা খুলনাবাসীর প্রতিবাদ সভা

koushikkln
আগস্ট ১৮, ২০২২ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্ধ্বগতিতে বৃহত্তর আমরা খুলনাবাসীর এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সংগঠণের অস্থায়ী কার্যালয়ে সহ-সভাপতি ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তরা বলেন, বিশ্ব বাজারে যখন জ্বালানী তেলের মুল্য নি¤œগামী তখন আমাদের দেশে জ্বালানী তেলের মুল্য বৃদ্ধির কারণে নকল ধরণের নিত্যপণ্যের মুল্য হু হু করে বেড়েই চলেছে। নি¤œ ও মধ্যবিত্ত আয়ের মানুষ ভোগান্তিতে পড়েছে। এ কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তরা আরও বলেন, এ অবস্থা থেকে মুক্তি পেতে বাজারে ব্যাপক মনিটরিং করার কোন বিকল্প নেই। সরকার জ্বালানী তেলের যে মুল্য বৃদ্ধি করেছে তার চেয়ে কয়েক গুণ মুল্য বৃদ্ধি করে কতিপয় অসাধু অধিক মুনাফাখোর, ভেজালকারী, ওজনে কারচুপিকারী, কালো বাজারী মজুতদার নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে অত্যাধিক হারে নিত্য প্রয়োজনীয় যেমন চাল, ডাল, তেল, চিনি, ওষুধ, রড, সিমেন্ট, ইট যে সব পন্য এখনও মজুদ আছে অথচ ওই সকল ব্যবসায়ী নামধারী ডাকাত জ্বালানী তেলের মুল্য বৃদ্ধির কথা শুনিয়ে বাজার থেকে হাজার হাজার কোটি টাকা অবৈধ ভাবে নিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তরা বলেন, প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যাদের গোডাউনে পর্যাপ্ত পন্য থাকা সত্ত্বেও অধিক মুল্যে বিক্রি করছে, যাত্রীবাহি বাসে সরকার নির্ধারীত ভাড়ার চেয়ে বেশী ভাড়া নিচ্ছে এবং যে সকল ইট ভাটায় ইট থাকার পরও বিনা কারণে মুল্যে বৃদ্ধির করে ইট বিক্রি করছে তাদের সণাক্ত করে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতে হবে প্রশাসনকে।

সভায় বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাজেদা খাতুন, ডা. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, আব্দুল হামিদ ও নিয়াজ আহমেদ তুহিন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী ও এম এম জলিল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা ও আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম ভুট্রো, শেখ শহিদুল ইসলাম, শরীফ ক্বারী মিজানুর রহমান, মো. জাবেদ আলম, মো. জিসান, মো. আবু বক্কর, মো. মনির হোসেন, মো. রকিব আহমেদ, মো. মাসুদ রানা, আবু বক্কর, মো. আজমল আহমেদ প্রমুখ।