ঊষার আলো ডেস্ক : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার(২০ আগস্ট) মাগরিব বাদ গল্লামারী লিলিয়ান পার্ক সম্মুখে বটিয়াঘাটার ১নং জলমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ কর্মসুচি পালন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা শেখ মোঃ আবু হানিফ।
১নং জলমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এস এম তানভীর রহমান অপুর সভাপতিত্বে ও যুগ্ন-আহবায়ক রফিকুল ইসলাম রুবেলের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুমায়ুন কবির, সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান।
এছাড়াও উপস্থিত ছিলেন, অরিন্দম গোলদার, ফেরদাউসুর রহমান, হাবিবুর রহমান, কুমারেশ মন্ডল, নুর মোহাম্মদ, মাসুদ রানা, জাহাঙ্গীর হোসেন, আবির মালিক, ইমরান হোসেন জাকি, হামিম কবির রুবেল, সুরজিত মন্ডল, জাহিদ হোসেন, আবু সালেহ বাবু, স্বপন রায়, শশংক রায়, আঃ মান্নান শেখ, সিরাজুল ইসলাম, ওহেদুজ্জামান, জি এম মন্টু, রাজু শেখ, শেখ ইব্রাহিম, জি.এম মিজান, মিন্টু রায়, হান্নান শেখ রাজু, তৈয়বুর রহমান, উদয় রায় প্রমুখ।