তেরখাদা প্রতিনিধি: তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।ছাগলাদাহ ইউনিয়ন বিট এর আয়োজনে রবিবার (২১ আগস্ট) সকাল দশটার সময় ইউনিয়ন পরিষদের হলরুমে ছাগলাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম দ্বীন ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহুরুল আলম।
এ সময় সকল প্রকার আইনি সেবা পেতে জনসাধারণের মধ্যে হতে উন্মুক্ত আলোচনার মাধ্যমে নানা বিষয়ে উঠে আসে, সকল প্রকার আইনের সেবা দিতে আইন শৃঙ্খলা বাহিনীর বদ্ধপরিকর বলে জানান ওসি মোঃ জহুরল আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা পরিদর্শক তদন্ত দেবাশীষ দাস,এস আই মোঃ ইনামুল ইসলাম, শেখ ফারুক আহমেদ সহ ইউনিয়নের সকল পর্যায়ের জনপ্রতিনিধি,সামাজিক,রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।